ডিমলা নীলফামারীর প্রতিনিধির ডিমলা মোঃগোলাম রাব্বানী
: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) বিকালে উপজেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম , ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নার্থ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সরকার ও নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন সহ আরো অনেকে।
শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল খেলার নানা গুরত্বপুর্ণ দিক তুলে ধরে অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এই খেলায় শুধু বালক অনুর্ধ-১৭ খেলোয়াড়গন সুযোগ পাবে। প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করবে।
আজকের খেলায় অংশ গ্রহন করেন ডিমলা সদর বনাম নাউতারা।
খেলার ফলাফল ডিমলা সদর -০ নাউতারা-৩।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.