ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় তকতে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। খবর আনন্দবাজার পত্রিকার।
ইতোমধ্যেই ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ভূমিধসের প্রক্রিয়াও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট উপকূলের পোরবন্দর ও আশেপাশের জেলার প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। ১১টি নৌবাহিনী, ১২টি বন্যা মোকাবিলা বাহিনী এবং মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে ওই রাজ্যে।
গুজরাটের এক সরকারি কর্মকর্তা জানান, গত ২০ বছরে এই তকতেই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর আগে ১৯৯৮ সালে একটি ঘূর্ণিঝ়ড় তাণ্ডব চালিয়েছিল গুজরাটে। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় চার হাজার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.