জাতিসংঘ ত্রাণ ও কার্যক্রম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি স্কুলের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৭ মে) গাজার দক্ষিণে অবস্থিত একটি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।
প্রতিবেদক সামি আবু সালেম বলেন, আমরা ইউএনআরডব্লিউএ স্কুলে আছি। সেখানে একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুনেছি। আশ্রয় শিবিরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এক সপ্তাহের আগে শুরু হওয়া ইসরায়েল- ফিলিস্তিন সহিংসতা সোমবারও (১৭ মে) অব্যাহত রয়েছে। এদিন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার হুসাম আবু হারবীদ নিহত হয়েছেন।
১০ মে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫৮ শিশুসহ ১৯৮ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে এক হাজার তিনশ’ মানুষ। ইসরায়েলে ২ শিশুসহ ১০ জন নিহত হন।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.