আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ৮ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় ওই স্কুলের এক শিক্ষকও নিহত হয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আরটি।
মঙ্গলবার (১১ মে) সকালে রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজানের একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক জানায়, অজ্ঞাত দুই বন্দুকধারী ওই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। সেই সঙ্গে স্কুলের ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়।
এক প্রত্যক্ষদর্শী স্পুটনিক নিউজকে জানান, স্কুলের ভবনে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। সেই সঙ্গে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। এদিকে ১৭ বছর বয়স্ক একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
আরটি জানিয়েছেন, লেবার ডে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়ার নাৎসি জার্মানিকে পরাজিত করার ৭৬তম বার্ষিকী উপলক্ষে ১১ দিনের ছুটি শেষে স্কুল খোলার পরেই এ ঘটনা ঘটল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.