আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এলাকাবাসী স‚ত্রে জানা যায়, ৪ মে মঙ্গলবার সেহরীর পর ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে এবং মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারী দলের সদস্যরা। ফেরার পথে খাসিয়ার গুলিতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে মকবুল আলী (২৮) নিহত হয়। এলাকাবাসী আরও জানান, সিলেটের জৈন্তাপুরউপজেলার মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮২-৩/এস এলাকা দিয়ে দীর্ঘ দিন হতে বিজিবির সোর্সম্যান শামীম আহমদ (৩৫) এর নির্দেশনায় ভারতে মটরশুটি, সুপারী স্বর্নের বার সহ বিভিন্ন প্লাষ্টিক সামগ্রী পাচার হয়ে আসছে। বিপরিতে কসমেটিক্স, ভারতীয় নিষিদ্ধ শেখ নাছির বিড়ি, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মটর সাইকেল, শাড়ী ও মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসে। ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কামান্ডার জানান, তারা যুবক মৃত্যুর ঘটনা শুনতে পেরেছেন তবে কি কারনে ঘটেছে তা নিশ্চিত নন। এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য লাশ সিলেট ওসমানী হাসপালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.