আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মহারাষ্ট্রের ঠাণের একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) ভোরে ওই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে ওই হাসপাতালের দোতলার সব সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হাসপাতালে কোভিডে আক্রান্ত কোনও রোগী ছিল না। আগুন লাগার পরে মোট ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৬ জন ছিলেন আইসিইউতে। অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ওই ৪ রোগীর মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র অওহাদ জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে রোগীদের। মৃতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের লাখ লাখ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মন্ত্রী।
সূত্র: আনন্দবাজার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.