প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ
সিলেটের জকিগঞ্জে ডিবির অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
-
আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর অনুমান ০৩.০০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন বারঠাকুরী ইউপির উত্তরকূল গ্রামের ফয়েজ আহম্মদ (৫৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তার হেফাজত হতে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ফয়েজ আহম্মদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফয়েজ আহম্মদ জকিগঞ্জ থানাধীন উত্তরকুল গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে মছই । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১,৬৫,০০০/- (এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে দক্ষিণ সুরমা থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান সরকার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.