আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের করোনায় ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৯ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১৯৫ জনের।
শনিবার (১০এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ যে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৫৩৩ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৬৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.