বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা,পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যই ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। রবিবার দিনভর দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সর্বস্থরের জনসাধারণদের সাথে কুশল বিনিময় ও আলোচনা সভা করেন। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বলেন, জনকল্যাণের লক্ষ্যে বিগত নির্বাচনে দুইবার দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধমে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ সময়ের মধ্যে দেহেরগতি ইউনিয়কে আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে নিরলশ ভাবে কাজ করেছি। সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ন সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। অংশিদার হতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর ভিষন বাস্তবায়নের। যার ফল স্বরুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের স্বার্থে দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। জনসেবায় কাজ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ৩য় বারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি। এবারও আমাকে এ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে দেহেরগতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে অতীতের কাজ করার সুযোগ চাই। আমি আশা করছি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.