বাবুগঞ্জ ( বরিশাল)প্রতিনিধি।।
বরিশাল বিমানবন্দরে ফুলেল শুভেচছা জানানোকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর সময়র্থকদের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৫ টায় বরিশাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে ঢাকা থেকে বিমান যোগে বরিশাল বিমানবন্দরে আসেন বাবুগঞ্জ উপজেলার ২ নং কেদারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নূরে আলম বেপারী। তাকে শুভেচ্ছা জানানোর জন্য আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা ফুলেল প্রতীক নৌকা নিয়ে জড়ো হন বরিশাল বিমান বন্দরে। নূরে আলম বেপারী বিমান বন্দর থেকে বাহিরে বের হলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে নূরে আলম সমর্থক লাভলু মেম্বার ও তার লোকজন ফুলেল প্রতিকী নৌকা নিয়ে আসা আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন কে দিতে বাঁধা প্রধান করেন এবং ফুলেল প্রতীকী নৌকা ভেঙ্গে ফেলেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন বলেন, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে ( নূরে আলম বেপারী) শুভেচ্ছা জানানোর জন্য বিমানবন্দরে আমি ফুলেল প্রতীকী নৌকা নিয়ে এসেছি। কিন্তু তার সাথে থাকা লাভলু মেম্বার ও তার লোকজন আমাকে বাঁধা প্রধান করে এবং আমার প্রতিকি নৌকা ভেঙ্গে ফেলে। আমি এর সুষ্ঠু বিচারের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল এর কাছে জানিয়েছি ৷ অপর দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ক্যামেরায় ধারণ করার জন্য উজিরপুর উপজেলার এক সাংবাদিকের উপর চড়াও হন চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.