বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম ক্রয় করেছেন বাবুগঞ্জউপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন খোকা । আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ নির্বাচন অফিসার সাইফুল ইসলামের দপ্তর থেকে সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় তার সাথে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ- সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক প্রভাষক সাইফুল রহিম, সহ- সাংগঠনিক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আক্তার হোসেন খোকা মাধবপাশা ইউনিয়নের অবহেলিত মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে সামাজিক কাজের গতিশীলকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করে আসছেন নিজ এলাকায়। এ বিষয়ে সমাজ সেবক ও সাংবাদিক নেতা মোঃ আক্তার হোসেন খোকা বলেন , মূলত তরুণ সমাজের অনুপ্রেরনায় এবং এলাকাবাসীর ইচ্ছা ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে আরো নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ।
মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের কৃতি সন্তান মোঃ আক্তার হোসেন খোকা বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এছারাও তিনি বরিশালের আজকের বার্তাসহ বিভিন্ন পত্রিকায় রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বরিশাল টাইমস অনলাইন পত্রিকার সম্পাদক পরিষদে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.