মো: রাজিবুল ইসলাম দামুড়হুদা থানা প্রতিনিধি
ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চন্দ্রবাস,নাটুদহ ইউনিয়ন শাখায় বৃহস্পতিবার তাং ০৪/০৩/২০২১ইং বিকাল ৩.৩০ টায় শুভ উদ্বোধন হয়।ব্যাংকটি পরিচালনা করবে "মায়ের দোয়া ইলেকট্রনিক্স এন্ড টেলিকম।
উদ্বোধনী অনুষ্ঠানে এই ব্যাংকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পর্কে ব্যাপকভাবে আলোচিত হয়। এই ব্যাংকের বিভিন্ন ধরনের অপশন আছে যা আলোচনায় উঠে আসে। আলোচনার কিছু অংশ বর্ণনা করা হলো : ১) এই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের একাউন্ট করা হয় যেমন - সেভিংস একাউন্ট,কারেন্ট একাউন্ট ইত্যাদি ২)কোম্পানী বা প্রতিষ্ঠানের বেতন-ভাতা এবং বিল পরিশোধ করা যায় ৩)বিদেশ থেকে প্রেরিত অর্থ বা গোপন নাম্বারের টাকা প্রদান করে সঙ্গে সরকারি প্রনাদনার অর্থ ৪)ব্যাংকটি বিভিন্ন ধরনের লোন প্রদান করছে ৫)বিভিন্ন ধরনের লেনদেন করা হয় ;এটিএম কার্ড,চেকবই,আঙ্গুলের ছাপ এবং নেক্সাস পে অ্যাপস্ হতে। এই ব্যাংকের একাউন্ট চার্জবিহীন।
এই ব্যাংকটির উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সন্মানীয় লোকজন উপস্থিত ছিলেন তন্মধ্যে - প্রধান অতিথি : জনাব দিলারা রহমান উপজেলা নির্বাহী অফিসার,দামুড়হুদা।বিশেষ অতিথি : মো:মাহমুদুল আলম রিজিওনাল ম্যানেজার ডাচ্-বাংলা ব্যাংক কুষ্টিয়া রিজন, মো:আব্দুল মতিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,দামুড়হুদা। হোসনে জাহান - উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মো:নূরুল ইসলাম খাঁন-বীর মুক্তিযোদ্ধা,অসীম কুমার দাস-এরিয়া ম্যানেজার ডাচ্-বাংলা ব্যাংক,চুয়াডাঙ্গা শাখা, মো:মতিয়ার রহমান- সেলস্ ম্যানেজার চুয়াডাঙ্গা শাখা, মো: আমিনুল ইসলাম মাষ্টার এজেন্ট,দামুড়হুদা উপজেলা শাখা। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন - মো:শফিকুল ইসলাম চেয়ারম্যান নাটুদহ ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটিতে দর্শক হিসাবে ছিলেন কমপক্ষে ৪৬০ জনের মত। সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
জনাব দিলারা রহমান - উপজেলা নির্বাহী অফিসার,দামুড়হুদা। তিনি সহ বক্তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন এবং পৌর এলাকায় এই ব্যাংকের একটি করে শাখা বিদ্যমান আছে। গ্রামের লোকজন যাতে গ্রামে থেকেই শতভাগ ব্যাংকের সেবা গ্রহণ করেন এ ব্যাপারে সকলে ব্যাংকের কর্মকর্তাগণকে দিক নির্দেশ দিয়েছেন। তাছাড়া কোন ধরনের সহযোগিতা লাগলে জনাব দিলারা রহমান উপজেলা নির্বাহী অফিসার সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি - মো: শফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অবশেষে প্রধান অতিথি জনাব দিলারা রহমান ব্যাংকের ফিতা কর্তনের মধ্যদিয়ে ব্যাংক পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.