ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই সাথে অপহৃত ঐ কলেজ ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার কৃত আসামি উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো:হযরত আলীর ছেলে মো: হাফিজুর রহমান রনি (২৭)।
জানাগেছে, কলেজ পড়ুয়া ১৫ বছর বয়সী এক ছাত্রীকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে গত ১১ ফেব্রুয়ারি হাফিজসহ অজ্ঞাত ৪ জনে অপহরণ করে। অপহরণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ২০ ফেব্রুয়ারী (শনিবার) দুপুরে হাফিজসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নম্বর ১৭)। মামলার পরেই ঐ রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজকে গ্রেপ্তারসহ অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত হাফিজসহ অপহৃত ঐ কলেজ ছাত্রীকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.