আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে শয্যাশয়ী এক ভাষাসৈনিকের বাড়িতে ফুলসহ উপহারসামগ্রী নিয়ে হাজির হয়েছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার। ভাষা দিবসের একদিন পুর্বে শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শহরের বগুড়া রোডস্থ ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর বাড়িতে ছুটে যান। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার আকস্মিক উপস্থিতি ভাষাসৈনিকের পরিবার বিমুগ্ধ হলেও আশ্চর্যিত বটে। কারণ বিগত সময়ে এভাবে ভাষাসৈনিকের বাসা-বাড়িতে জেলা প্রশাসকদের ছুটি যাওয়ার উদাহরণ কম রয়েছে।
জেলা প্রশাসক বলেন- ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালির সংস্কৃতির ও মননের প্রতীক। ভাষার দাবিতে ১৯৫২ সালে পুরো মাসই ছিল আন্দোলনে উত্তাল। তাই ফেব্রুয়ারির প্রতিটি দিনই বাঙালি জাতির জন্য অহঙ্কার আর গৌরবের দিন। গৌরবময় চিরভাস্বর দিনগুলো যাদের জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে তাদের একজন বরিশালের ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালু।
তিনি বলেন- ভাষা আন্দোলনের তখনকার যুবক আজ ৯৫ বছরের বৃদ্ধ আর শারীরিক অসুস্থতা তাকে শয্যাশায়ী করেছে।
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জেলা প্রসাশকের এই উদ্যোগ এবং ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর বাড়িতে ছুটে গিয়ে খোঁজ-খবর নেওয়ার বিষয়টি বেশ প্রসংশিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা প্রশাসক এসময় ভাষাসৈনিককে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফলমূল এবং আর্থিক অনুদান প্রদান করেন।
একপর্যায়ে জেলা প্রশাসকের সাথে আলাপচারিতায় কালু ১৯৫২ সালে পাকিস্তানি শাসকদের বাংলা ভাষা, সংস্কৃতির প্রতি বিরূপ আচরণ, তিনিসহ বরিশালে অন্যান্য যে সকল ব্যক্তি বাংলা ভাষার অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হয়েছিলেন তাদের এবং সে সময়ের সংগ্রামী দিনগুলোর কথা ব্যক্ত করেন।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.