আজকের ক্রাইম ডেক্স
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনেই দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও সমাবেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিলা স্কুল চত্বরে বিএনপির এ সমাবেশের আয়োজন করা হয়।
এক পর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু এবং মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি সমর্থকদের মধ্যে স্লোগান দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
এসময় দলের কর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, 'দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না করে রাজপথে নেমে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।'
এদিকে, বরিশালের মহাসমাবেশ সফল করতে ঢাকা থেকে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালও যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.