এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একাধিক ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি ইটভাটা মালিকের কাছ থেকে আদায় করা হয়েছে মোট এক লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা। মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) সকাল থেকে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
ভ্রাম্যমাণ এই অভিযানে নির্ধারিত পরিমাপ থেকে ছোট মাপের ইট তৈরি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৮ এর ৪৮ ধারায় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি এলাকার মেসার্স পিয়াস ব্রীক্সকে ৫০ হাজার টাকা, মেসার্স সরকার ব্রীক্সকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ ব্রীক্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় জেলা ক্যাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্বদানকারীকে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সজল আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.