এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জোরপূর্বক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সীল মারাসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে চুয়াডাঙ্গার জীবননগর পৌর নির্বাচন বর্জন ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী শাজাহান কবির।
রবিবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় পৌরশহরের বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থিত বিএনপি'র নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলন করে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "আমি মোঃ শাজাহান কবির জীবননগর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছিলাম। প্রশাসন বার বার আমাকে নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট কেন্দ্রে ভোট শুরু হলে আমার কোন এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসনের কাছে জানালে তারা বলে উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সীল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পর সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। তাই আমি এই নির্বাচন বর্জন ঘোষণা করছি"।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.