--এস.এম.সুজন খান,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গ্রীণ অরণ্য পার্কের শুভ উদ্বোধন করা হয়েছে। নান্দনিক সৌন্দর্যের এই পার্কটির শুভ উদ্বোধন করেন গ্রীণ অরণ্য পার্কের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ, পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন ও মাহমুদুল হাসান মুরাদ।
পার্কের চেয়ারম্যান হাজী শহীদুল ইসলাম বলেন হবিরবাড়ী তথা ভালুকায় শিল্প নগরী গড়ে উঠায় ঘরবন্দি হয়ে পড়েছে জনজীবন, তাই বিনোদনের জন্য ছেলে মেয়েদের খোলামেলা যায়গার অভাব, তাই ভ্রমন পিপাসু ও প্রকৃতি প্রেমি মানুষের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রীণ অরণ্য পার্কটি বিনোদনের চাহিদা মিটাবে। পাশাপাশি উর্তি বয়সের ছেলেরা নানা ভাবে মাদক নেশায় জড়িয়ে পড়ছে, বিনোদনের মাধ্যমে কিছুটা হলেও এর প্রভাব থেকে বেড়িয়ে আসবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) ভালুকা উপজলার হবিরবাড়ি সিডষ্টোর বাজার হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই কিলোমিটার পূর্বে গ্রীন অরণ্য পার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভালুকা মডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী রহিমা আফরোজ শেফালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, নাজমুল আলম সোহাগ, খলিলুর রহমান খলিল, হাজী আব্দুর রাজ্জাক ঢালী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.