আজকের ক্রাইম ডেক্স
গাজীপুরে একটি রিসোর্টে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মদ সরবরাহের অভিযোগে জহিদ মৃধাকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার দুপুরে (০৫ জানুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
এর আগে ১ জানুয়ারি বিষাক্ত মদপানে নিহতের ঘটনা উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। তারও আগে ২৮ জানুয়ারি ঢাকার একটি সংস্থার ৪৩ জন কর্মকর্তা শ্রীপুরের রিসোর্টে আসেন। সেখানে মদপানে অসুস্থ হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হন প্রায় ১৬ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।
চাঞ্চল্যকর এ ঘটনায় ব্যাপক তদন্ত চলছে। পুলিশ সুপার বলেন, রিসোর্টের কোনো স্টাফ এ বিষয়ে জড়িতে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.