ঝালকাঠি প্রতিনিধি :নলছিটিতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি বিকেলে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহম্মদ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম। নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ'র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান'র সভাপতিত্বে এ আয়োজনে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,নলছিটি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ওয়াহেদ কবির খান,কমিউনিটি পুলিশিং'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মজিবুর রহমান খোন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহম্মদ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম বলেন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং'র যৌথ প্রচেষ্টা অব্যাহত আছে। মাদক সেবন ও বিক্রি থেকে যারা ফিরে আসবে তাদের পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন পুলিশি সেবা পেতে কোন ধরনের সমস্যা বা সেবা বঞ্চিত হলে সরাসরি তার অফিসে যোগাযোগ করতে বলেন। পুলিশের সেবার মানের পরিবর্তন হয়েছে উল্লেখ করে বলেন প্রতিটি থানায় এখন নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীর জন্য আলাদা ডেক্স করা হয়েছে। নারীরা অনেক সময় তাদের সমস্যার কথা খোলাখুলি বলতে পারে না। তাই তাদের সেবা প্রদানের জন্য নারী অফিসাররা কাজ করবেন। তিনি বলেন মাদকাসক্ত হওয়ার মুলে রয়েছে বিড়ি-সিগারেট সেবন,তাই বিড়ি-সিগারেট খাওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.