মো: জাকিরুল ইসলাম,
চুয়াডাঙ্গায় করোনা ভ্যাকসিনের প্রথম চালান এসেছে। প্রথম চালানে ৩৬ হাজার ডোজ ভ্যাকসিন শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পৌছায়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিনবাহী গাড়িটি চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে প্রবেশ করলে সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত এসপি কনক কান্তি দাস, সিনিয়র কনস্যালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আবুল হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. আউলিয়ার রহমান, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডেপুটি ম্যানেজার ডিস্ট্রিবিউশন কামরুল আহসান জানান, শুক্রবার খুলনা বিভাগের ৬টি জেলায় ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৫ কার্টন, মেহেরপুরে ১ কার্টন, চুয়াডাঙ্গায় ৩ কার্টন, ঝিনাইদহে ৫ কার্টন, মাগুরায় ২ কার্টন ও নড়াইলে ২ কার্টন। প্রতিটি কার্টনে ১২০০ ভায়াল আছে। এতে ১২ হাজার ডোজ হবে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ ভাগে জেলায় ৫০টি কেন্দ্রের মাধ্যমে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ভ্যাকসিনগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সঠিক ও সুষ্ঠুভাবে এই ভ্যাকসিন প্রদানের জন্য একটি কমিটি হয়েছে। যারা পুরো বিষয়টি মনিটরিং করবে এবং এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবে। পর্যায়ক্রমে জেলার সবাইকে এ ভ্যাকসিন দেয়া হবে। # #
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.