মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর পৌরসভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন, খাগড়াছড়ি জেলা শাখা। বৃহস্পতিবার ২৮ জানুয়ারী বিকালে বাজার এলাকায় এ আয়োজন করা হয়।
উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোঃ বিলাল হোসেন (কাজল) কে সভাপতি, মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক এবং মোঃ আনোয়ার হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি সদর পৌর বাংলাদেশ মানবাধিকার কমিশন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মানবতাবাদী এডভোকেট মহিউদ্দিন কবীর, বিশেষ অতিথি ছিলেন মানবতাবাদী এস. এম. ইউছুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মানবতাবাদী ডা: কে এম তোফায়েল আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মোঃ লিয়াকত, পৌর কমিশনার মোঃ শাহ আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.