অনলাইন ডেস্ক
সৌদি আরবের তায়েফ শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তিন বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এমন মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ পেয়ে মৃতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এর আগে (২৪ জানুয়ারি) রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাদের মরদেহ ওই দেশের হাসপাতালে রয়েছে।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার আসগর প্রধানের ছেলে লিটন মিয়া (৩০)। তার ভাগিনা চাঁদপুরের কচুয়া পৌরসভার দক্ষিণ নলুয়া এলাকার খোকন প্রধানিয়ার ছেলে মেহেদী হাসান (৩০) ও একই এলাকার রফিকুল ইসলাম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (২৫)।
দুর্ঘটনায় মৃত মেহেদী হাসানের চাচাতো ভাই মাসুদ হোসেন জানান, মঙ্গলবার দিনের শুরুতে এই তিনজন পানির ট্যাংক পরিষ্কার করার সময় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশে তাদের মৃত্যুর সংবাদ পৌঁছে। এরপর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, দ্রুত সময়ের মধ্যে মৃতদের মরদেহ দেশে ফিরবে। এমন প্রত্যাশায় রয়েছেন স্বজনরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.