রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসকের যৌথ সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২৭ জানুয়ারি বুধবার দুপুর ৩.৩০ মিনিটে নগরীর কামরুজ্জামান হেনা চত্বরে (রেলগেট) তিনশত অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যরা।
গরীব রিক্সাওয়ালা, ভ্যানচালক, দুস্থ মহিলা ও ভ্রাম্যমান চা বিক্রেতাদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। রাজশাহী মডেল প্রেসক্লাব সব সময় রাজশাহীর বিভিন্ন সেবাদান মুলক কাজসহ গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে বলে মন্তব্য করেন প্রেসক্লাবের সদস্যরা। এর ধারাবাহিকতায় করোনাকাল থেকে শুরু করে বন্যার্থ ও শীতার্থদের পাশে দাঁড়িয়ে ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাব।
দেশ ও জাতির কল্যানে সব সময় সরকারের পাশে থেকে কাজ করে আসছে রাজশাহীর তৃনমূল সাংবাদিকদের প্রানের সংগঠন রাজশাহী মডেল প্রেসক্লাব।
এ বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ বলেন- সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমাদের এই সামাজিক উদ্যোগ।শুধু তাই নয় মহামারী করোনার লকডাউনেও রাজশাহী মহানগরীর প্রায় ৫ হাজার মানুষের মাঝে চাল,ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ নেয় রাজশাহী মডেল প্রেসক্লাব। মূলত রাজশাহী মডেল প্রেসক্লাব পেশাজীবি সাংবাদিকদের একমাত্র সংগঠন যেখানে ছোট - বড় সকলেই একযোগে কাজ করার প্রত্যাশা নিয়ে সু- সংগঠিত হয়ে এগিয়ে চলেছেন।সেই সাথে সাংবাদিক নির্যাতন প্রতিরোধেও সোচ্চার রয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব।
আজ কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এম এ হাবিব জুয়েল, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল, ক্রীড়া সম্পাদক নুরজামাল, কার্যনিবাহী সদস্য সানোয়ার আরিফ, সোহেল রানা, আকাশ সরকার, সারোয়ার জাহান বিপ্লব, রাকিবুল, হারুনুর রশিদ, রমজান আলী সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.