মো: জাকিরুল ইসলাম
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ (বিজিবি) দপ্তরে রবিবার সকালে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, এনডিসি, পিএসসি, টিই অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার দক্ষিণ-পশ্চিম রিজিয়ন,
রিজিয়ন সদর দপ্তর, যশোর। ব্যবস্থাপনায়ঃ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়াও বক্তব্য রাখেন কর্ণেল জিয়া সাদাত খাঁন, পিএসসি উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া। লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান অধিনায়ক মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি), লেঃ কর্নেল এ,টি শাহরিয়ার আহমেদ, এমএস পরিচালক অধিনায়ক বর্ডার গার্ড হাসপাতাল চুয়াডাঙ্গা।
জনাব মোঃ নজরুল ইসলাম খাঁন, সহকারী পরিচালক মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাশ্বতী শীল, জনাব মোঃ সাইফুল ইসলাম অফিসার্স ইনচার্জ মহেশপুর থানা, ঝিনাইদহ এর উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিজিবি সদস্য বৃন্দ।উক্ত মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে ৩১ হাজার ৮৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল,১০৭ বোতল ভারতীয় ডায়াল এক্স ডিসিসিরাপ, ৩৩৮৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকারের মদ, ৯ লিটার বাংলা মদ, ৯ বোতল বিয়ার, ১৫৫.৮১৪ কেজি গাঁজা এবং ১ হাজার ১৭ টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১,৮৭,৫৫,৭৪৯ টাকা (১ কোটি ৮৭ লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত ঊনপঞ্চাশ টাকা)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.