মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা গামী সাগর দাঁড়ী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৬ জানুয়ারী ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রেলস্টেশনের অদূরে অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা রোমেলা বেগম (৭০) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বড় শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী।
জানা গেছে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে ক্লাব পাড়ায় বোনের ছেলে ষ্টোক করে রফিকুল ইসলাম (জখমের) মৃত্যুর সংবাদ শুনে গত (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে সেনেরহুদা গ্রামে আসে রোমেলা বেগম। আজ শনিবার (১৭ জানুয়ারি)সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উথলী হাইস্কুলের সামনে অরক্ষিত রেলগেটে পার হতে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ী এক্সপ্রেস উথলী অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মাথায় মারাত্মক ভাবে আঘাত পেয়ে বৃদ্ধা মহিলা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত রোমেলা বয়স বেশি হওয়ায় কানে কম শুনতেন বলেও জানা গেছে। নিহতের মরাদেহ আত্নীয়রা উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।তবে রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি। ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উথলী স্টেশনমাষ্টার ইস্রাফিল সরকার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.