বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার বলেছেন, শাসক হিসেবে নয়, বরিশালের সর্বসাধারনকে সেবা দেয়ার জন্য এসেছি। আমি আপনারদের সার্বিক সহযোগীতা কামনা করি। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (বীর বিক্রম), উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নিজামুল হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ আমরুল্লাহ, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সাংবাদিকদের মধ্যে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সরকার , শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সকলের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.