বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে নবাগত বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দিন হায়দার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পর কাজ এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়বাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
অন্যান্যদের মধ্যে আরও উপস্হিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার,১নং রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,২নং বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাশ, ৩নং বাঘধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাটি,৪নং গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, ৫নং রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,সহ সভাপতি শফিকুল ইসলাম এম এ, সহ সাধারণ সম্পাদক মোল্লা আজিজুল,কোষাধ্যক্ষ মোঃ মাসুদ হোসেন,অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’’ মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়ায় ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন সেমি পাকা বাড়ি পরিদর্শণ সরেজমিনে পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.