এম.এ.আর.নয়ন-স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশ পেশাদার কাজের পাশাপাশি নানা রকম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে দেশবাসীর কাছে সুনাম কুড়িয়েছে। আর এসব কর্মকাণ্ডে অনেক খানিক এগিয়ে রয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। কারণ জেলার পুলিশ সুপার একজন মানবিক পুলিশ। এ কারণে তার অধীনস্ত অফিসারবৃন্দ ও মানবিক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
জেলা পুলিশের এসব মানবিক কাজের কথা বিভিন্ন মাধ্যমে শোনার পর আজ শনিবার (৯ই জানুয়ারি) দুপুর ১২টার দিকে অসহায় বয়স্ক এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হন পুলিশের কাছ থেকে ব্যক্তিগত কিছু সাহায্য পাওয়ার আশায়। থানায় আসা বৃদ্ধ ব্যক্তিটির সবকথা মনযোগ দিয়ে শুনেন সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। পরিশেষে বৃদ্ধ'র দাবীনুযায়ী তার হাতে একটি ওজন মাপা যন্ত্র তুলে দেন সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। বৃদ্ধ ব্যক্তিটি ওই ওজন মাপা যন্ত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় বাদাম বিক্রি করবেন বলে পুলিশকে জানান। কমবেশী সবকিছুই তিনি ম্যানেজ করেছেন কিন্তু ওজন মাপা মেশিনের অভাবে তিনি বাদাম বিক্রি করার কাজ আরম্ভ করতে পারছেন না। সদর থানার ওসি তার হাতে মেশিনটি তুলে দিয়ে সবসময় তার পাশে থাকার আশ্বাস দেন এবং যেকোন সমস্যায় পড়লে তার সাথে যোগাযোগ করতে বলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার মানবিক কাজ করে স্থানীয়দের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
বৃদ্ধ ব্যক্তিটি ওজন মাপা যন্ত্রটি পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং পুলিশের জন্য মনখুলে দোয়া করেন। তিনি বলেন, পুলিশের ভালো-মন্দ সব কাজের কথায় এই বয়সে শুনেছি। তবে পুলিশ যে এত মানবিক, আমি আজ থানায় না আসলে বুঝতে পারতাম না। আমি সকল পুলিশের জন্য মহান আল্লাহর দরবারে মন খুলে দোয়া করি, আল্লাহ যেন সবসময় এ সমস্ত মানবিক পুলিশদের ভালো রাখে, বিপদ-আপদ থেকে রক্ষা করে তাদের এবং পরিবারের সদস্যদের।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.