র্যাব সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যাব- ৮, বরিশাল কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ”(০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচীর আওতায় অদ্য ০৭ জানুয়ারি ২০২১ তারিখ মঙ্গলবার র্যাব-৮, বরিশাল এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার ১১টি (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ) জেলায় বেদের পল্লী, ছিন্নমূল ও দুস্থ্য মানুষ, ফুটপাতবাসী, পথচারী ও সাধারণ গরীব পরিবারের শীতার্তদের মাঝে ১০০০ পিস কম্বল বিতরণ করা হয়। এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র্যাব সদস্যগণ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত কর্মসূচী সম্পন্ন হয়।
ভবিষ্যতেও র্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.