ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রুম্মান হত্যার ঘটনায় ৪দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এ সময় ঘন্টাব্যাপী মহা-সড়ক অবরোধ করেন তারা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।
গত রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিস বিশ্বাস রুম্মান। সে লেখা পড়ার পাশাপাশি ব্রীজের টোলে আদায়ের চাকুরী করত। ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যা কান্ডের ৪দিনেও আসামীরা কেউ গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও রুম্মানের স্বজনরা সড়ক অবরোধ করেন। শত নারী পুরুষ এ কর্মসূচিতে যোগ দেন। এসময় বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালিসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্তকর্তা গিয়ে আসামী গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ ভাঙে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.