অনলাইন ডেস্ক
স্কুল খোলার পরই সংক্রমণ বেড়েছে ব্রিটেনে। সেই ভুল করতে চায় না ভারতের কেন্দ্রীয় সরকার। তাই এখনই স্কুল খোলার চিন্তাভাবনা করছে না দেশটি।
তবে বুধবার (৬ জানুয়ারি) নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল জানিয়েছেন, স্কুল খোলার আগেই সব শিক্ষক-শিক্ষিকাকে টিকা দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পরিবারের সদস্যদেরকেও টিকা দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের শরীরেও দেওয়া হবে টিকা। তবে, তা এখনো চূড়ান্ত হয়নি। টিকা দেওয়ার পরই স্কুল খোলার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’।
ওই প্রতিবেদনে বলা হয়, করোনাকে নিয়ন্ত্রণে রাখতে দেশের হাতে এখন দুটি অস্ত্র আছে। ইতোমধ্যে চলছে পরীক্ষামূলক প্রয়োগের প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্বে ১৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে।
করোনার টিকা বণ্টন ও প্রয়োগের তদারকির জন্য একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা কাদের দেওয়া হবে, কীভাবে চলবে টিকা দেওয়ার পদ্ধতি, তা নিয়ে রূপরেখা প্রস্তুত হয়েছে। সবার আগে টিকা দেওয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের।
মানুষের শরীরে টিকার দুটি করে ডোজ দিতে হবে। ছাড়পত্র অনুমোদন দেওয়ার পরই জনপ্রতি কত টিকা নষ্ট হতে পারে তার হিসাবও কষেছে কেন্দ্র। প্রতি জনের পেছনে একাধিক টিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ড্রাই রান থেকে উঠে আসা তথ্যে নষ্ট হওয়ার হার নির্ধারিত করা হয়েছে ১০ শতাংশের মতো। তার ভিত্তিতে সরকারকে প্রতি ১০০ জনের জন্য কিনতে হবে ১২২টি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.