অনলাইন ডেস্ক
স্বামীকে হত্যার পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ৩৬ বছরের এক নারী। রোববার (৩ জানুয়ারি) ভারতের দিল্লির ছাতারপুর এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে এই ভয়াবহ এ ঘটনা ঘটে। ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, স্বামীকে হত্যার পর ওই নারী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
এদিকে দিল্লি পুলিশ জানায়, ওই নারী স্বামীকে খুন করার ছবি ফেসবুকে পোস্ট করতেই তা এক প্রতিবেশীর নজরে আসে। তারপর ওই বাড়ির মালিক এবং প্রতিবেশী ফোন করেন স্থানীয় থানায়। পুলিশ দরজা ভেঙে দেখে ৩৬ বছর বয়স্ক চিরাগ শর্মা নামের ওই মৃত ব্যক্তির দেহ রক্তে ভেসে যাচ্ছে। দেয়ালের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। ওই নারীও চেতনাহীন অবস্থায় পড়ে আছেন।
পরে ওই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে তার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ আরো জানায়, একটি বীমা সংস্থায় কাজ করতেন নিঃসন্তান ওই দম্পতি। ২০১৩ থেকে ছাতারপুরেই ভাড়া থাকতেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.