আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে যুবক নিহতের ঘটনায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক আলোচিত এসআই মহিউদ্দীন মাহীকে ক্লোসড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
গতকাল (৪ জানুয়ারী) সোমবার বরিশাল পুলিশের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ডিবির এসআই মহিউদ্দীন মাহী বরিশাল নগরীর সাগরদী হামিদ খান সড়কের মুখে মাদ্রাসার সামনে থেকে রেজাউল নামে এক যুবককে মাদকসহ গ্রেফতার করেন।
পরবর্তীতে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আসামী রেজাউলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলের মৃত্যু হয়। এরপরেই নিহত রেজাউলের পরিবার দাবী করেন রেজাউলকে জিজ্ঞাসাবাদের নামে টর্চার করে হত্যা করা হয়েছে।
পরবর্তীতে নিহত রেজাউলের স্বজন ও এলাকাবাসী রেজাউলের লাশ নিয়ে ডিবির এসআই মহিউদ্দীনের বিচারের দাবীতে সড়ক অবরোধসহ নানা কর্মসূচী পালন করে।
এছাড়াও নিহত রেজাউল শিক্ষানবীস আইনজীবী হিসেবে কর্মরত থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন কর্মসূচী পালন করে রেজাউলের হত্যাকারীদের বিচারের দাবী জানান।
এরই প্রেক্ষিতে আলোচিত ডিবির এসআই মহিউদ্দীন মাহীকে ক্লোসড করা হয়েছে বলে পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.