অনলাইন ডেস্ক
দেশীয় চলচ্চিত্রে বর্তমান সময়ের সেরা নায়ক তিনি। কাজ করে যাচ্ছেন প্রায় দুই দশক ধরে। কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন। তার অর্জনের ঝুলিতে যোগ হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি ও সম্মননা।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি শাকিব খান একটি বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকার পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লু’র পক্ষ থেকে।
গেল ৩ জানুয়ারি হোটেলটি ‘উইমেন’স রিট্রিটস’ নামে নতুন একটি প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজ চালু উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাকিব। তখনই তার হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন হোটেলটির ব্যবস্থাপক আলেকজান্ডার।
এ সম্মাননা পেয়ে আপ্লুত শাকিব বলেন, ‘র্যাডিসনের সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। তাদের কাছ থেকে সবসময়ই সম্মান পেয়ে এসেছি। আমিও সুযোগ হলে এখানে আসি। আমার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নবাব এলএলবি’র শুটিংও করেছি এখানে
তাদের কাছ থেকে এই সম্মাননা পেয়ে খুব ভালো লাগছে।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিব অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটির দ্বিতীয় কিস্তি। পাশাপাশি নতুন বছরে নতুন চমক দেয়ার অপেক্ষায় রয়েছেন ঢালিউডের ‘কিং খান’।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.