রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালণের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ৪ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারের নেতৃত্বে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন হোসেন মোল্লা, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ। একই সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন ও পৌর শাখার সভাপতি রুহুল আমিন রাসেল মাল ও সাধারণ সম্পাদক সজল চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টায় তারা পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এদিকে একই সময় একই স্থানে দুটি পাণ্টাপাল্টি কর্মসূচি চলার সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিলো সর্তক অবস্থানে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.