আজকের ক্রাইম ডেক্স::বরিশালে অভিযুক্ত পুলিশের বিচারের দাবীতে নিহত রেজাউলের নগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মহিউদ্দিন মাহির বিচারের দাবীতে নিহত রেজাউলের লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীরা।
আজ বিকেলে সাগরদি এলাকায় মূল সড়কে শত শত স্থানীয় জনতা এ বিক্ষোভে অংশ নেয়।
এসময় তারা এসআই মহিউদ্দিনের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানায়।
উল্লেখ্য, নগর গোয়েন্দা পুলিশের নির্যাতনে রেজাউল করিম (৩০) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক নগরীর সাগরদী এলাকার মোঃ ইউনুচ মিয়ার পুত্র।
নিহতের পিতা মোঃ ইউনুচ মিয়া জানান, গত ২৯ ডিসেম্বর রাতে রেজাউলকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মহিউদ্দিন মাহি। রাতেই মাদকদ্রব্যসহ তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। ৩০ ডিসেম্বর রেজাউলকে আদালতে পাঠায় পুলিশ। তিনি আরও জানান, আটককালে রেজাউলের শারিরিক অবস্থা স্বাভাবিক ছিল। পুলিশের নির্যাতনে রেজাউলের মৃত্যু হয়েছে। এঘটনায় তিনি দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন।
এবষিয়ে জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ওই যুবক কারগারে অসুস্থ হয়ে পরলে শুক্রবার তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। শনিবার দিবাগত রাত বারটার দিকে তার মৃত্যু হয়। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.