ওয়েব ডেস্ক
ইসলাম বিরোধীরা বাংলাদেশকে ভারত বানাতে চায় বলেই আলেম-ওলামাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলছেন বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শুক্রবার (০১ জানুয়ারি) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ইসলামপন্থীদের এদেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে আলেম-ওলামাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এদেশ আলেম ওলামার দেশ, তারাই থাকবে এদেশে।
তিনি আরও বলেন, সরকারের আশেপাশের কিছু লোক সরকার ও ইসলামের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে।
সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ফয়জুল করীম।
সম্মেলনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলনের কথা থাকলেও, অনুমতি না মেলায় পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশ থেকে আগত কয়েক'শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এরপর দুপুরে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এক বছরের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি নাম ঘোষণা করে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। ২০২১ সালের জন্য নুরুল ইসলাম আকরামকে সভাপতি ও শেখ মোহাম্মদ আল আমিনকে সেক্রেটারি জেনারেল করে কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.