আজকের ক্রাইম ডেক্স
মেক্সিকোর এক পরকীয়া প্রেমিক নিজের বাড়ি থেকে সুড়ঙ্গ খুড়েছিলেন প্রেমিকার বাড়ি পর্যন্ত। সেখান দিয়েই সবার নজর এড়িয়ে চলত যাতায়াত। একদিন প্রেমিকার স্বামী দেখে ফেলেন তাদের। আর তার পরই সন্ধান মেলে সুড়ঙ্গের।
সেই সুড়ঙ্গ ধরে তিনি পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। এর পরই বাকি সবার নজরে আসে সুড়ঙ্গের বিষয়টি।
সুড়ঙ্গ খোঁড়ায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। প্রেমিকার স্বামী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় অ্যালাবার্তোকে দেখে ফেলেন। তিনি আসতেই অ্যালবার্তো একটি সোফার তলায় লুকিয়ে পড়েন। সেই সোফার নীচেই সুড়ঙ্গের হদিশ মেলে। যদিও সেই সুড়ঙ্গের মাপ কী, কী ভাবে খোঁড়া হয়েছে তা এ ব্যাপারে কিছু জানায়নি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন।
এরই মধ্যে ওই সুড়ঙ্গের ঢোকার মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেই সুড়ঙ্গ ধরে অ্যালবার্তোর বাড়িতে চলে গিয়েছিলেন ওই নারীর স্বামী। সেখানে তিনি যেতেই কাউকে কিছু না বলার কথা জানায় অ্যালবার্তো। এরপরই হাতাহাতি বাধে তাদের। ঘটনাটি নিয়ে পুলিশে অভিযোগও জমা পড়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.