রাহাদ সুমন,বিশেষ। প্রতিনিধি/
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হলেও
পৌষের হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে
এর আগেই প্রতিটি কেন্দ্রে
ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ডব্লিউবি সরকারী মডেল স্কুল
কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার
মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী তার ভোট দেন। এসময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন। এছাড়া বিএনপির ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়
ও ইসলামী আন্দোলনের হাত পাখার
প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নং ওয়ার্ডের ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রসঙ্গত পৌরসভার ৯ টি ভোট কেন্দ্রে ১১হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৫ হাজার ৯৩৬ জন নারী ভোটার ও ৫ হাজার ৯৮৮জন পুরুষ ভোটার রয়েছে। ইতোমধ্যে ৯ টি ওয়ার্ডের মধ্যে ২ টি ওয়ার্ডে ২জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ী হওয়ার মানসে ৭টি ওয়ার্ডে ২২ জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী মরণপন লড়ছেন । ###
এ বছর উজিরপুর পৌরসভায় প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.