এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় সাকিব হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গত এক সপ্তাহ যাবৎ সে নিখোঁজ ছিলো। লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিব গত ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার৷ শনিবার দুপুরে কৃষকরা মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে যদুপুর গ্রামের মকবুল হোসেনের আমবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনো পর্যন্ত জানা যায়নি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসলাম হোসেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.