আজকের ক্রাইম ডেক্স:: কনকনে শীত আর হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছেন বরিশালের হতদরিদ্র মানুষগুলো। আর এইসব অসহায় মানুষগুলোর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নদীবন্দর (লঞ্চঘাট) এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
কনকনে শীতের রাতে একটা কম্বল পেয়ে খুশি যেনো আর ধরে না এসব মানুষদের। কম্বল বিতরণকালে ডিআইজি তাদের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।
কম্বল পেয়ে ৭০ বছরের এক বৃদ্ধ বলেন, শীত পড়ছে খুব, গরীব মানুষ গরম কাপড় কিনতে পারিনি এবার। আজ পুলিশের এক অফিসার এসে আমাকে একটা কম্বল দিলো। আল্লাহ উনার ভাল করবে। এখন আমার আর ঠাণ্ডা লাগছে না।
ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, দিন দিন শীতের প্রকাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নদী কূলবর্তী এলাকায় শীতের প্রকোপ আরো ভয়াবহ। দরিদ্র ও অসহায় শীতার্তদের কষ্টের কথা ভেবে গভীর রাতে কম্বল দিতে এসেছি।
কম্বল বিতরণের সময় বরিশাল রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.