অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন আরও বেশি সংক্রামক বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এই ধরনটি তরুণদের বেশি আঘাত হানবে। এ ছাড়া কিছুটা বেশি টিকা প্রতিরোধী হওয়ায় ভ্যাকসিন নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে গবেষকদের।
ব্রিটেনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে আরেক ধরনের কোভিড, যা আরও শক্তিশালী ও দ্রুত ছড়াতে সক্ষম। শুধু তাই নয়, গবেষকরা বলছেন এই ধরনটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণরা।
শুরুতে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এ পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনেই ভোল পাল্টানো কোভিড প্রতিরোধ করা সম্ভব। তবে এবার তারা বলছেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড উনিশের চেয়ে বেশি টিকা প্রতিরোধী। ভ্যাকসিনের পূর্ণ কার্যকারিতা নিয়েও শঙ্কা রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ফাইভ জিরো ওয়ান ওয়াই ডট ভিটু ভ্যারিয়েন্টের ভাইরাসটি নিয়ে এখনো বিস্তর গবেষণা চলছে। কোভিড জয়ীদেরও নতুন ধরনে আক্রান্ত হওয়ার বেশ ঝুঁকি রয়েছে।
ল্যানক্যাস্টার ইউনিভার্সিটির প্রভাষক মু. মুনির বলেন, সাধারণ কোভিড স্ট্রেইনের চেয়ে এটি ৭০ ভাগ বেশি সংক্রামক। এর মধ্যেই আমরা এখন উৎসবের মৌসুমে রয়েছি। তাই সামাজিক সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। যে কোনো মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
দ্রুত সংক্রামক, টিকা প্রতিরোধী, পুনরায় আক্রান্ত হওয়ার মতো গুরুতর বৈশিষ্ট্যের কারণে এখন থেকেই এটির বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.