আজকের ক্রাইম ডেক্স:: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিকেল ৫টা থেকে রাত ৮ পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এই ভোটে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী নাছির উদ্দিন বাবুলকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মু. ইসমাইল হোসাইন নেগাবান এবং সাধারণ সম্পাদক পদে কাজী আল মামুনকে পরাজিত করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাজী মিরাজ মাহমুদ নির্বাচিত হয়েছেন। মু. ইসমাইল হোসাইন নেগাবান ৭১টি ভোটের মধ্যে ৪০ ভোট পেয়েছেন এবং কাজী মিরাজ মাহমুদ পেয়েছেন ৩৯ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন জানান- বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে বরিশালের সাংবাদিকরা আগামী এক বছরের জন্য প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচন করেছেন। অতীতের মতো এবারও ভোট সুষ্ঠু ও সুন্দর ভাবে হয়েছে বলেও জানান তিনি।
বরিশাল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল সদস্যদেরকে সাংবাদিকদের সর্বমহল শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.