অনলাইন ডেস্ক
ফেরদৌস আহমেদ। বাংলা সিনেমার ব্যাপক জনপ্রিয় অভিনেতা। গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছিলেন ফেরদৌস। অভিনয় গুণে দুই বাংলায় সমান জনপ্রিয় লাভ করেছেন এ অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস।
এবার দলীয় পদ পেয়েছেন এ অভিনেতা। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফেরদৌসের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল মিডিয়া পাড়ায়। গেল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। যশোর-৩ আসন থেকে ভবিষ্যতে নির্বাচনও করতে পারেন তিনি। এমনটাও শোনা যায় ফিল্মপাড়ার বিভিন্ন আলোচনায়।
১৯৯৭ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন ফেরদৌস। ১৯৯৭ সালে ‘বুকের ভিতর আগুন’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তারপর শাবনূর, ঋতুপর্ণা, পূর্ণিমা, পপি, শাবনূর, মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা।
ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে চারবার ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং টেলি সিনে অ্যাওয়ার্ডসসহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.