(জলিলুর রহমান স্টাফ রিপোর্টার)
বরগুনার তালতলীতে গ্রামপুলিশ স্বামী আল-আমিনের নির্যাতন ও পরকিয়ার প্রতিবাদের স্ত্রী ফতিমা বেগম সংবাদসম্মেলন করেছেন।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টাং সাংবাদিক ফোরামের এসে সংবাদসম্মেলন করেন স্ত্রী ফাতিমা বেগম।
লিখিত বক্তব্যে বলেন,আমার স্বামী উপজেলার বড়বগী ইউনিয়নের গ্রাম পুলিষ আল-আমিনের সাথে প্রায় ১৩ বছর আগের বিয়ে হয়। বিয়ের পর থেকে খুব সুখে শান্তিতে সংসার করে আসছে। এর পরে তদের ২টি সন্তান রয়েছে। কিন্তু ২ বছর যাবৎ আমার স্বামী বিভিন্ন মেয়ের সাথে কথাবার্তা বলেন। এগুলো আমি জানতে পেওে আমার স্বামীকে জিগ্যোস করি কিন্তু সে আমার সাথে উত্তেজিত হয়ে আমাকে শারীরিক নির্যাতন ও মারধর করেন। এতেও না থেকে পাশবর্তী পারজাভাঙ্গা এলাকার সনিয়া নামক একটি মেয়ের সাথে পরকিয়ার জড়িয়ে পড়েন।এই পরকিরার জড়িয়ে তিনি ঠিকমত বাড়িতে আসতো না। যে খানে মন চায় সেখানে যায়।এগুলো জানতে চাইলে সে এড়িয়ে যেতো।এই পরকিয়ার বিষয়ে আমি তাকে বার বার নিষেধ করলে আমাকে মারধর করে বাড়ি থেকে নামি দেন। আমি কোনো উপায় না পেয়ে বাবার বাড়িতে আশ্রায় নেই।পরে সইতে না পেরে বরগুনা সিনিয়র জজ আদালতে একটি নারী-শিশু মামলা দায়ের করি। যাহার মামলা নং-৪৩৯/২০২০। মামলাটি চলমান রয়েছে। আমার স্বামীর নির্যাতন ও পরকিয়ার প্রতিবাদ জানিয়ে বর্তমানে আমি আমার ২টি ছেলের মুখের দিকে তাকিয়ে স্বামীর ঘরে যেতে চাই । আমার স্বামী পরকিয়া ছেড়ে ভালো পথে আসুক এজন্য সরকারের কাছে সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.