ময়মনসিংহ (বিশেষ) প্রতিনিধিঃ- "প্রধান মন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ " মুজিব বর্ষে বাংলার প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষে সরকার যেখানে কাজ করে যাচ্ছে, সেখানে একটি প্রতারক দালাল চক্র এসুযোগে গ্রামের সাধারন মানুষের কাছ থেকে সরকারী তথ্য গোপন রেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার তালাব গ্রামের সাধারন মানুষের কাছ থেকে পল্লীবিদ্যুৎ সংযোগে মিটারপ্রতি ১৫/২০ হাজার টাকা, কারোকারো কাছ থেকে ৩০/৩৫ হাজার টাকা নিয়েছে একই গ্রামের দালাল খোকা মিয়া এলাকাবাসির অভিযোগ।
ভুক্ত ভোগীদের মধ্যে আলম, হারুন অর রশিদ, জজ মিয়া, আঃ ছাদেক, কামাল হোসেন, মোবারক হোসেন, হিরণ মিয়া, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কদ্দুস মিয়া, আঃ বাতেন, নিপা আক্তার, কাশেমসহ ৮০/৯০টি পরিবার দালাল খোকা মিয়ার প্রতারণার শিকার।
জানাযায়, বিদ্যুৎ সংযোগে প্রতারক খোকা মিয়া যাদের কাছ থেকে ১০/১২ হাজার টাকা নিয়েছে যে সকল গ্রাহক এখনো মিটার পাইনি।
আরো জানাযায়, গ্রাহকদের কাছ থেকে একসাথে পুরো টাকা না পেলে বাকী টাকার কিস্তি হারে সুদসহ দিগুন টাকা দিতে হয়েছে খেটে খাওয়া গ্রামের সাধারন মানুষের, আবার কারো বাড়িতে মিটার বোর্ড বসিয়ে তাঁর লাগিয়ে সেটাও খুলে নিয়েছে খোকা মিয়া,
নিজের ক্ষমতাবলে বিদ্যুৎ এর খুটির নকশার তোয়াক্কা না করে খুঁটি বসিয়ে নিজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। ভুক্তভোগীদের দাবি এসব দালালদের প্রতারনার হাত থেকে মুক্তিচায় তারা।
উক্ত বিষয়ে ঘঠনাস্থলে খোকা মিয়াকে না পেয়ে মোবাইল ফোনে জান্তে চাইলে তিনি বলেন, আমি এবিষয়ে কিছুই জানিনা, যারতার মিটার নিজেরাই সংযোগ দিয়েছে, এবিষয়ে আমার বিরোদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.