মোবারক হোসন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। ২০ ডিসম্বর রবিবার দ্বিতীয় ধাপের পর নির্বাচনর মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বিকাল ৫ টা পর্যন্ত ৪ মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদ ৪৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দেন বল নিশ্চিত করছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ।
নির্বাচন কমিশনর তথ্য মতে, খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন আওয়ামীলীগর প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলদু চৌধুরী, জেলা যুবদলর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বর্তমান মেয়র রফিকুল আলম তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়পত্র দাখিল করছেন। এছাড়াও জেলা জাতীয় পার্টির নেতা ফিরাজ আহমেদ মনোনয়ন দাখিল করছেন। কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন।
খাগড়াছড়ি পর নির্বাচনর রিটার্নিং অফিসার রাজু আহমেদ জানান, সুদর পরিবেশ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। আগামী ২২ ডিসম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৯ ডিসম্বর প্রার্থীতা প্রত্যাহারর শেষ দিন। এরপর বধ প্রার্থীদের তালিকা ও প্রতীক বরাদ্দ করা হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্র¯তির কথাও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.