অনলাইন ডেস্ক
নিজেদের দেশের ভিতরে যে রাজনৈতিক উত্তেজনা চলছে, তা থেকে সবার নজর ঘোরাতে ফের তাদের দেশে সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) আবু ধাবিতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ ব্যাপারে তাদের কাছে তথ্যও আছে বলে দাবি করেছেন কুরেশি।
দুইদিনের সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে কুরেশি দাবি করেন, তার পার্টনারদের কাছ থেকে অনুমোদন পেলেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত।
সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গেও তার উদ্বেগের কথা জানিয়েছেন কুরেশি।
তিনি কটাক্ষ করে বলেন, নিজেদের ব্যর্থ রাজনীতির কারণে ভারত এখন কৃষক আন্দোলন, মহামারী, কাশ্মীর সমস্যার মতো বিভিন্ন অভ্যন্তরীণ গোলমালে ব্যতিব্যস্ত। সেকারণেই সারা বিশ্বের নজর সেদিক থেকে ঘোরাতে এই পরিকল্পনা নিয়েছে ভারত। তবে পাকিস্তানও যেকোনও লড়াইয়ের জবাব দিতে প্রস্তুত বলে দাবি করেছেন কুরেশি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.