রাহাদ সৃমন, বিশেষ প্রতিনিধি / বিজয়ের মাসে
বরিশালের বানারীপাড়ার ফ্যালকন ক্রিকেট টিম জয়ের মধ্যদিয়ে তাদের যাত্র শুরু করেছে। বরগুনার আমতলী উপজেলা ট্যাপ ট্যানিস চ্যাম্পিয়ন লীগ ক্রিকেট টুর্নামেন্টের লীগ পর্যায়ের খেলায় ফ্যালকন ক্রিকেট টিম জয়ী হয়েছে। শনিবার ১৯ ডিসেম্ব র বেলা ১১টায় আমতলী সরকারি কলেজ মাঠে বানারীপাড়া ফ্যালকন ও বাকেরগঞ্জের
রয়েল ক্রিকেটারস্ মধ্যকার খেলাটিতে টচে জিতে প্রথমে ফ্যালকন টিমের অধিনায়ক মো. জসিম উদ্দিন ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহন করেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৯৭ রান সংগ্রহ করেন। উল্লেখ্য এই স্কোর আমতলী চ্যাম্পিয়ন লীগে এখন পর্যন্ত সেরা। জবাবে
বাকেরগঞ্জ রয়েল ক্রিকেটারস্ ১৮.৪ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রানে অল-আউট হয়ে যায়। খেলায় ফ্যালকন টিমের সুমন মোল্লা ওরয়ে টাইগার সুমন এবং জিয়াউল হক শুভ ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন। বানারীপাড়া ফ্যালকন ক্রিকেট টিমের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, কো-চেয়ারম্যান জহিরুল হক সৌরভ, টিম ম্যানেজার শাহাদাৎ হোসেন, কোচ তাজগির আহম্মেদ, প্রধান নির্বাচক বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সহকারী নির্বাচক ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী। এদিকে ফ্যালকন জয় দিয়ে যাত্রা শুরু করায় বানারীপাড়া প্রেসক্লাব ও আমরা বানারীপাড়া বাসি গ্রুপ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ
উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.